১০:১০ পূর্বাহ্ণ, অক্টো ১৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে গোলাগুলিতে ইলিয়াস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ বলছে, সোমবার দিবাগত রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গবলবার ভোররাতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। সেখান থেকে অস্ত্র ও গুলি পায় পুলিশ।
নিহত ইলিয়াস উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ।
এসময় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অাভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় যে কোন এক বাহিনীর সদস্য ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান ওসি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩