বহিস্কৃত নেতারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি এ.জে.এম ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক নাদিম উন-নাবী ভূঁইয়া, ১নং উত্তর হামছাদি ইউনিয়ন কৃষক লীগের যু্গ্ম-আহবায়ক রাশেদ হোসাইন ও যুগ্ম-আহবায়ক আরিফ হোসাইন।
এর আগে শনিবার (১১ নভেম্বর) রাতে জেলা কৃষক লীগের সভাপতি ওমর হোসাইন ভুলু ও সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা’র বিরুদ্ধে দলীয় অর্থ আত্মসাদ ও পদ বাণিজ্যের অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা। এ কারনেই তাদেরকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে দলীয় সূত্রে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই চার নেতাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাময়িকভাবে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারন; দায়িত্বাধীন কমিটির নিকট লিখিতভাবে প্রদান করতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত বহিস্কৃত চার নেতা দলীয় কোন কর্যক্রম করতে পারবেনা বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।