• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৮
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে কৃষকলীগের পরিচিতি সভা

২:০৮ পূর্বাহ্ণ, অক্টো ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ লক্ষ্মীপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সংগঠনটির সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা।

বাংলাদেশ কৃষকলীগ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় কাজে সবসময় সকল নেতাকর্মী কাছে পাবার প্রত্যয় ব্যক্ত করে জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আব্দুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরো সুসংগঠিত করতে হবে। এসময় তিনি সবার কাছে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জেলা কৃষকলীগ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে প্রধান বক্তা জেলা কৃষকলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন অতিথি।

এসময় জেলার পাঁচটি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com