• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:২৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু 

১০:৩৭ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা কারাগারে মাদক মামলার আসামি আবদুর রাজ্জাক প্রকাশ কসাই রিপন (৪২) মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। রাজ্জাক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার আবদুল হকের ছেলে।

কারাগার সূত্রে জানায়, চলতি বছরের  ২৯ জানুয়ারি মাদক মামলায় রাজ্জাককে আটক করা হয়।ওই সময় তার নিকট ২০০ পিছ ইয়াবাসহ আটক করে সদর থানা পুলিশ।পরে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগরে পাঠায় । গত কয়েকদিন ধরে কারাগরে তিনি অসুস্থ ছিল। সোমবার বিকেলে বুকে ব্যাথা হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শাহ আলম বলেন, রাজ্জাক অসুস্থ ছিল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, মৃত অবস্থায় রাজ্জাককে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে গুটি বসন্তের চিহ্ন দেখা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com