৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ০৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে রোববার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, সিভিল সার্জন ডা. আব্দুল গফফার, জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম।
দিবসটি উপলক্ষে দিনের শুরুতেই সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আনসার ভিডিবিসহ জেলার সর্বস্তরের মানুষ। পরে আবৃত্তি, আলোকচিত্র, ডকুমেন্টারী প্রদর্শণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, চিত্রাংকন, সংগীত, নৃত্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধুর জীবনী ও ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন বক্তারা।