• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৫৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে একসঙ্গে জন্ম নেয়া ৭ শিশুর কেউ জীবিত নেই

১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রি ১৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের সিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে জন্ম হওয়া অপরিণত সেই সাত শিশুর কেউ জীবিত নেই, সবার মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১২ এপ্রিল) দিনগত রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টা ৪৫ মিনিটে ওই সাত শিশুর জন্ম হয়।

সাত শিশুর জন্ম দিয়েছেন নাজমা আক্তার (১৮) নামে এক নারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. রাজুর স্ত্রী। সাত শিশুর মধ্যে চারজন মেয়ে, তিনজন ছেলে।

লক্ষ্মীপুর সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবদুল্লাহ নওশের বাংলানিউজকে বলেন, নির্দিষ্ট সময়ের আগে (৫ মাসে) সাত শিশুর জন্ম হয়েছে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিক শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে ছিল। ঢাকায় নেওয়ার আগেই ওই সাত শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাৎক্ষণিক মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন।

সিটি হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক বাংলানিউজকে জানান, শুক্রবার রাত ৯টায় ২০ মিনিটে প্রসববেদনা নিয়ে নাজমা  হাসপাতালে ভর্তি হন।এর ২৫ মিনিট পর স্বাভাবিকভাবে সাত শিশুর জন্ম দেন তিনি। নাজমা সুস্থ থাকলেও সাত শিশু মারা গেছে।

নির্দিষ্ট সময়ের আগে (মাত্র ৫ মাসে) সন্তান প্রসব হাওয়ায় শিশুরা সুস্থ ছিলো না। তাদের চোখও ফোঁটেনি বলেও জানান ম্যানেজার ফারুক।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com