• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:১২
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু

২:৫৯ অপরাহ্ণ, সেপ্টে ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রকল্পটির জেলা কার্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সম্ভাবনাময় উদ্যোক্তাদের মাধ্যমে বিনিয়োগ বিকাশ করে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে প্রকল্পটি গৃহিত হয়। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এই স্লোগানে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন ও সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখার সহকারী মহা-ব্যবস্থাপক ভবতোষ চক্রবর্তী, প্রকল্পটির জেলা সমন্বয়ক এ কে এম শাহরিয়ার প্রমুখ।

জানা গেছে, ২০২১ সালের মধ্যে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ২৪ হাজার উদ্যোক্তা সৃষ্টি করা হবে। এরমধ্যে লক্ষ্মীপুর জেলায় ৩৭৫ জনের কোটা রয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১৫টি ব্যাচে উদোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com