৫:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ।
সোমবার (১০ জুন) মধ্য রাতে উপজেলার দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডিবি ইন্সপেক্টর মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত গোল মিয়া হাওলাদারের ছেলে মোঃ সোলায়মান হাওলাদার (৪৫) ও একই গ্রামের মৃত শাহ আলমের ছেলে আনোয়ার হোসেন শিবলু (৪০)।
লক্ষ্মীপুর জেলা ডিবি ইন্সপেক্টর মোহাম্মদ সোলাইমান কালের প্রবাহকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে দালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে সোলায়মান ও আনোয়ার হোসেন শিবলুকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩