৯:৫৬ অপরাহ্ণ, জানু ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেছে ‘ইলেভেন কেয়ার একাডেমী’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে স্কুলটির নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইলেভেন কেয়ার একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিয়াসাত হোসেন বাবু। স্কুলটির প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদুজ্জামান বেগ বাবলু।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
জানা গেছে, গত বুধবার দিনব্যাপী ইলেভেন কেয়ার একাডেমী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। এই দিন শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজ’ ও বিভিন্ন খেলাধুলা এবং অভিভাবকদের বালিশ খেলা ও বেলুন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।