১২:১৬ পূর্বাহ্ণ, আগ ০৩, ২০১৮
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তার কার্যালয়ের বেশ কিছু চেয়ারসহ সরঞ্জাম ও মোটর সাইকেল ভাংচুর করা হয়।
বৃহস্পতিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার ওপর অতর্কিত হামলা করা হয়। এসময় তিনি আত্মরক্ষায় পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোহেল সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক।
জেলা যুবদলে সভাপতি রেজাউল করিম লিটন বলেন, পরিকল্পিভাবে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা সোহেলের ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।
সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জিসাদ আল নাহিয়ান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩