• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৫১
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা জিসানকে পিটিয়ে আহত

৪:৪২ অপরাহ্ণ, জুলা ১২, ২০১৭

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফয়েজ উল্লাহ জিসান নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বেদম পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোর পাশের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ জিসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ সামছুর ভাই সম্রাট কয়েকজন সহযোগীকে নিয়ে জিসানের ওপর হামলা চালায়। এসময় তাকে বেদম পিটিয়ে আহত করে মোটরসাইকেলযোগে হামলাকারীরা পালিয়ে যায়। জিসানের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানায়, আগামী ১৫ জুলাই (শনিবার) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আতংক সৃষ্টি করতেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।

আহত জিসান আওয়ামী লীগ নেতা শাহজাহানের অনুসারী বলে জানা গেছে।

রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান এ ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com