• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:০৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে আ.লীগের হরতালবিরোধী মিছিল : দেখা নেই জামায়াতের

৭:৫০ পূর্বাহ্ণ, অক্টো ১২, ২০১৭

বিশেষ প্রতিনিধি :

সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে সমাবেশ করে নেতাকর্মীরা। এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

এ পর্যন্ত জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। ঢাকা ও চট্টগ্রাম ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক নিয়মেই । তবে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

এদিকে, জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চালিয়ে জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর, রামগতিতে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

হরতালবিরোধী মিছিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা শেখ জামান রিপন, মাহবুবুল হক মাহবুবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com