৩:৩৩ অপরাহ্ণ, মে ০৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৯ মে) দুপুর একটার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চট্রগ্রামের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে ২১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এ ছয়জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের বাড়ি সদর উপজেলায়।
এর আগে শুক্রবার রাতে চট্রগ্রামের বিআইটিআইডি থেকে ২৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে দুই জনের করোনা শনাক্ত হয়। তারা দুইজন রামগতি উপজেলার বাসিন্দা।
এ নিয়ে গেল ২৪ ঘন্টার ব্যবধানে জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা আটজন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। ঢাকা থেকে পালিয়ে আসা দুইজন রোগীসহ জেলায় মোট রোগীর সংখ্যা ৬০ জন। এদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন, শনাক্ত হওয়ার আগে মারা গেছে একজন। ফলে বিভিন্ন হাসপাতাল এবং কোয়ারেন্টিনে চিকিৎস্যাধীন রোগী ৫৪ জন।
সূত্র আরও জানায়, ৬০ জন চিহিৃত করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২৪ জন, রামগঞ্জে ১৯ জন, রায়পুরে দুইজন, কমলনগরে সাতজন এবং রামগতিতে আটজন। জেলাতে এ পর্যন্ত ১৩৯৩ জনের দেহে থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্রগ্রামের দুইটি করোনা পরীক্ষা কেন্দ্র থেকে ১২৬৫ জনের ফলাফল হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ, বাকী ৬৮ জনের ফলাফল এখানো পাওয়া যায়নি।
শনাক্তকৃত রোগীরা জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১