১০:৫১ অপরাহ্ণ, এপ্রি ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলার দুই জন এবং রামগঞ্জে একজন। এনিয়ে জেলায় মোট শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে। করোনা সন্দেহে ৪৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফলে এ তিন জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
সদরের নতুন আক্রান্ত দুইজন পৌর এলাকার সমসেরাবাদ ও আটিয়াতলী গ্রামের বাসিন্দা এবং রামগঞ্জের কশিমনগরের ২০ মাস বয়সী এক শিশু নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলাতে একদিনেই ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আইইডিসিআর এর নির্দশেনায় তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা প্রদান করছে জেলা উপজেলা স্বাস্থ্য বিভাগ।
তবে, জেলার রামগঞ্জ ও রামগতিতে প্রথম এবং দ্বিতীয় শনাক্তকৃত রোগীকে ঢাকার কুয়েত বাংলাদেশে মৈত্রী সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় মোট ২২ জন আক্রান্তের মধ্যে রামগঞ্জে ১৫ জন, সদর উপজেলায় ৩ জন, কমলনগরে ৩ জন ও রামগতিতে একজন রয়েছে।
কালের প্রবাহ/এনইউ
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১