১২:০৪ পূর্বাহ্ণ, ডিসে ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক : “মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহবুবুর রশিদ তালুকদার, লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর।
অনুষ্ঠানে বক্তারা বিদেশ প্রতাশী অভিবাসীদের দক্ষতা বৃদ্ধিতে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১