৬:২৬ অপরাহ্ণ, ডিসে ০৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবারের স্লোগান ছিলো- ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’। দুর্নীতি দমন কমিশন ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবনের সামনে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, দুর্নীতি প্রতিরোধ জেলা সভাপতি এম ছাবির আহমেদ প্রমূখ।
এসময় নিজেদের দুর্নীতি মুক্ত এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান বক্তারা।
১০:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ০২, ২০২১