৪:১১ পূর্বাহ্ণ, অক্টো ৩০, ২০১৭
লক্ষ্মীপুর (সদর) প্রতিনিধি :
মাদকমুক্ত প্রজন্ম গঠনের প্রত্যয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার আয়োজিত লক্ষ্মীপুর আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।
লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের যুগ্ন আহবায়ক রাজু হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ হীরার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক মহিউদ্দিন ভুঁইয়া মুরাদ, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোবায়দা গুলশান আরা, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন আহমেদ, পৌর শহীদ স্মৃতি একাডেমীর ক্রীড়া শিক্ষক ফখরুল আলম জাহাঙ্গীর প্রমুখ এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন তৌকি উদ্দিন মোহাম্মদ আক্রাম।
টুর্নামেন্টে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটি সপ্তাহ ব্যাপী চলবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩