৫:০৭ অপরাহ্ণ, জানু ০৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাচিয়ায় অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে বেসরকারী এনজিও সংস্থা কোডেক’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৪ এপ্রিল) দুপুরে এল.কে.এইচ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একশ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলার চর আবাবিল ইউনিয়নেও আরও একশ’ জনের মাঝে কম্বল বিতরন করা হবে বলে জানায় কোডেক।
দক্ষিণ চর বংশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইউসুফ, ইউপি চেয়ারম্যান মো: আবু সালেহ মিন্টু ফরাজী, কোডক লক্ষ্মীপুর সদর এলাকা ব্যবস্থাপক দিপক চন্দ্র সাহা, মোল্লার হাট শাখা ব্যবস্থাপক আবু রাসেল, কৃষি কর্মকর্তা মো: কাওছার প্রমুখ।
৬:১৭ অপরাহ্ণ, জানু ২১, ২০২১