১২:১৫ অপরাহ্ণ, জানু ১৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: মাদক দমন,অপরাধ হ্রাস ও আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে লক্ষ্মীপুর শহরে অভিযোগ বক্স স্থাপন করেছেন জেলা পুলিশ।
বুধবার বিকেলে (১৭ জানুয়ারি) পৌর শহরের গুরুত্বপূর্ন ৪টি স্থানে এ বক্স স্থাপন করা হয়। বক্সগুলো স্থাপন করা হয়েছে পুলিশ সুপারের কার্যালয় ভবন ১ টি, কার্যালয় প্রবেশ পথে ১টি, ঝুমুর মোড়ের ট্রাফিক বক্সের সামনে ও শহরের উত্তর তেমুহনীর ট্রাফিক মোড়ের পাশে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন বলেন, জনগণের অভিযোগ নিতে সাময়িকভাবে চারটি অভিযোগ বক্স স্থাপন করেছি। যাতে সাধারণ মানুষ গোপনীয়ভাবে অপরাধীদের নাম প্রকাশ করতে পারে। অভিযোগ বক্সটি সপ্তাহে দু’বার খোলা হবে। এতে ফলশ্রুত হলে জেলা ব্যাপিও এমন বক্স স্থাপন করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১