• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে অটোরিকশা চাপায় দলিল লেখক হামিদ উল্যা নিহত 

১২:৩২ অপরাহ্ণ, অক্টো ১৬, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় হামিদ উল্যা ভেন্ডার নামে (৬০) এক দলিল লেখক নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ উল্যা ভেন্ডার সদর উপজেলার আবিরনগর গ্রামের মৃত এরাদ মিয়া সওদাগরে ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দলিল লেখক হামিদ উল্যা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। উপস্থিত লোকজন অটোরিকশা আটক করে ভাংচুর করে। তবে চালক পালিয়ে যায়।

অটোরিকশা চাপায় দলিল লেখকের মৃত্যুর বিষয় ছড়িয়ে পড়লে বাজারে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন দলিল লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com