১১:০৯ পূর্বাহ্ণ, জানু ২৯, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ( ২৪) ভাসমান লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।
সোমবার ( ২৯ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর পৌরসভার বাস টারমিন্যাল পার্শে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাস টার্মিনাল সংলগ্ন ডোবাতে জেলেরা মাছ ধরতে নামলে জেলে ফয়সাল যুবকের লাশ ভাসতে দেখে চিৎকার দিলে অন্যজেলেরাও দেখতে পায়।
এ সময় জেলেদের শোর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে অাসে। স্হানীয়রা তখন পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ডোবা থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তৎক্ষনিক লাশের কোন পরিচয় জানা যায়নি।
সদর থানার এসআই ওমর ফারুক জানান, অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড, খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩