• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে সোলার ওয়াটার ডিস্যালাইনেশন ইউনিটের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

৬:১১ অপরাহ্ণ, নভে ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : পরিবেশবান্ধব সোলার ওয়াটার ডিস্যালাইনেশন ইউনিট স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহকরণ প্রকল্পের আওতায় তত্ত্বাবধায়কদের ইউনিট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনের শনিবার (২৬ নভেম্বর) থেকে হাতে কলমে প্রশিক্ষণ শুরু হয়। চারদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হবে মঙ্গলবার (২৯ নভেম্বর)। জেলা শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফাতেমাতুজ জোহরা।

অন্যান্যের মধ্যে ছিলেন রিসোর্স পার্সন হুসাইন বিন কাদের, ট্রেনিং এসিস্ট্যান্ট মো. মোরশেদ কবির।
সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা কার্যালয়ের ক্যাশিয়ার মো. অলি উল্লাহ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার বলেন,, পরিবেশবান্ধব সোলার ওয়াটার ডিস্যালাইনেশন ইউনিটের মাধ্যমে নোংরা, আর্সেনিক, আয়রণ ও নোনা মুক্ত নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।

জেলার সদর উপজেলার বিভিন্নস্থানে ৫৬ টি এবং রামগতি উপজেলায় ১৪ টি প্লান্ট স্থাপন করা হয়েছে। প্লান্টগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য সুবিধাভোগীদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে সঠিক প্রদ্ধতিতে ব্যবহারকারীরা সেটি পরিচালনা করতে পারবেন। ব্যবহারকারীদের প্লান্টের বিভিন্ন সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করে সেগুলো সমাধানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com