৩:৪৮ অপরাহ্ণ, নভে ১৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, ক্ষমতার অপ-ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে এবং তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর মো. শাহজাহান, অভিভাবক সদস্য ডা. শাহিদ উল্যা, বাবর হোসেন, ফখরুল ইসলাম, সালাহ উদ্দিন টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে তাঁরা অভিযোগ করে বলেন, ‘মিরপুর উচ্চ বিদ্যালয়টি জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রধান শিক্ষকের শিক্ষা সুলভ কর্যক্রম না থাকার কারণে বিদ্যালয় তার নিজস্ব ঐতিহ্য হারাতে বসেছে। বিগত বছরগুলোতে পরীক্ষার ফলাফলও খারাপ হচ্ছে। কারণে-অকারণে তিনি ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। ক্ষমতার অপ-ব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে কিছু সদস্যদের নিয়ে প্রতিষ্ঠান বিরোধী খামখেয়ালী কার্যকলাপে লিপ্ত রযেছেন তিনি। তাঁর স্বেছাচারিতার কারণে ইতিমধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সাফায়েত পদত্যাগ করেন।’
অনতিবিলম্বে উক্ত প্রধান শিক্ষক ননী গোপাল দেবনাথের অপসারণ দাবী করেন মানবন্ধনকারীরা।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩