১১:২৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে প্রায় সোয়া তিন কেজি গাঁজাসহ রিয়াজুল হক রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে জেলার সদর উপজেলার দালালবাজারের পাশের স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রিয়াজুল দালালবাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জামাল হোসেনের পুত্র এবং ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, রিয়াজুল হক রনি একজন মাদক ব্যবসায়ী। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিন কেজি দুইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।