• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৫৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুরে ‘মুজিব বর্ষ’ ফুটবল টুর্নামেন্ট শুরু

১২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রু ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট ২০২০। বুধবার বিকেলে জেলার পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামে একটি ফসলের মাঠে এ খেলা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল (এমপি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।

খেলার আয়োজন করেন দক্ষিণ মজুপুর স্পোর্টিং ক্লাব আর সার্বিক সহযোগীতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মোঃ সোহাগ পাটোয়ারীর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামান রিপন, বায়েজীদ ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

উদ্বোধনী ম্যাচ খেলেন, রাইজিং স্টার বনাম মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ। খেলার ৯০ মিনিটে রাইজিং স্টার মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশকে ২ গোল দিয়ে বিজয়ী হন। খেলা দেখতে মাঠের চারপাশে শত-শত মানুষের উপস্থিত দেখা গেছে।

ফুটবল টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com