৫:০২ পূর্বাহ্ণ, অক্টো ৩১, ২০১৭
চন্দ্রগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন কাজে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।
সোমবার দিনব্যাপি চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কার্যালয়, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বরইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগ সদস্য শেখ হারুন অর রশিদ, স্থানীয় ইউপি মেম্বার ওবায়দুল হক হিরণ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রথমে হযরত দেওয়ানশাহ্ (রঃ) মহিলা দাখিল মাদ্রাসা, দেওয়ানশাহ্ এতিমখানা, দেওয়ান শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বরইতলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মৎস খামার ও সর্বশেষ চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩