• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:০৪
  • আর্কাইভ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন 

৮:৩৪ অপরাহ্ণ, নভে ০৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম। পরে তিনি নাম ফলক উন্মোচন করেন। এর আগে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কামাল ও ছাবির আহাম্মদ, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আইনুল আহম্মেদ তানভীর ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হোসেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। মেয়েদর লেখাপড়ার জন্য এ সরকার সকল ধরনের সুযোগ করে দিয়েছেন। সুন্দর পরিবেশে যাতে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে জন্য এ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করে দিয়েছে। শিক্ষার্থীরা যাতে ভালো লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করে, সে কামনা করে আমন্ত্রিত অতিথিরা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৪ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com