৩:১১ অপরাহ্ণ, ডিসে ০৫, ২০১৭
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে বদলী করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাঠ প্রশাসন -২ থেকে ৫৩১ নং স্বারকে প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান এর স্বাক্ষরিত আদেশে বদলী করা হয়।
প্রজ্ঞাপনের আলোকে জানা যায়, পুনরায় আদেশ দেয়া না পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামকে সিনিয়র সহকারী সচিব ( বিশেষ ভারপ্রাপ্ত ককর্মকর্তা ) জনপ্রশাসন মন্ত্রণালয় পদায়ন করা হলো।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সোমবার সকালে লক্ষ্মীপুর শহরের কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশ করাকে কেন্দ্রকরে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনায় লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে অসদাচরণের অভিযোগে এনে সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. সালাহ উদ্দিন শরীফকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে পুলিশ সালাহ উদ্দিনকে কারাগারে প্রেরণ করে।
জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
অবশ্য পরদিন মঙ্গলবার ৫ হাজার টাকার মুচলেকা দিয়ে তার জামিন মঞ্জুর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর শওকত হোসেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩