• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৩৪
  • আর্কাইভ

লক্ষীপুরে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক

৬:২৭ অপরাহ্ণ, আগ ১৯, ২০১৯

নিজস্ব প্রতিনিধি :

লক্ষীপুরে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্ব জেলার কমলনগর তোরাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কমল নগর থানাধীন চর মার্টিন এলাকার মোহাম্মদ জয়নালের পুত্র মোহাম্মদ হাসান (২৬), মদ্য চর মার্টিনের আবুল কালামের পুত্র মোহাম্মদ ফারুক (২৮) ও একই এলাকার মোহাম্মদ শাহ জাহানের পুত্র মোহাম্মদ মহিউদ্দিন (২৫)।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সূত্রে কমলনগর থানাধীন তোরাবগঞ্জ বাজার এলাকায় ইয়াবার বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযানে নেমে চর মার্টিন এলাকার জনৈক আবুল খায়েরের চায়ের দোকানের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন যুবক পালানোর চেষ্টা করে। ধাওযা দিয়ে আটক করে তাদের শরীর তল্লাশী করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ হাসানের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন আছে। তাদের তিন জনের বিরুদ্ধে কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com