৫:১২ অপরাহ্ণ, এপ্রি ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে করোনাভাইরাসে একজন আক্রান্ত রোগী শনাক্তের পর পুরো জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি অঞ্জন চন্দ্র পাল রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬ টা থেকে এ আদেশ কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এত বলা হয়, লক্ষ্মীপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা বের হতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা গুলোতে যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সকল প্রকার গণপরিবহন, জন সমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানসহ গুরুত্বপূর্ণ যান চলাচল চালু থাকবে।
এদিকে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামে ঢাকা থেকে আগত এক গার্মেন্টস কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। শনিবার রাতে চট্রগ্রামের বিআইটিআইডি থেকে ৩২ বছর ওই যুবকের নমুনা পরীক্ষার ফলাফল আসে। রবিবার তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে প্রেরণ করে জেলা স্বাস্থ্য বিভাগ। সকালেই ওই যুবকের বাড়িসহ লামচর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।