১২:০০ অপরাহ্ণ, জুলা ০৩, ২০২০
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো.আবদুল জলিলকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১জুলাই) জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান ( পিপিএম-সেবা ) অফিসের এক আদেশে রায়পুর থানার ওসি হিসেবে আবদুল জলিলকে পদায়ন করেন।
এদিকে নবাগত ওসি মো. আবদুল জলিল সর্বশেষ বান্দরবান সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি চাঁদুপুরের মতলব দক্ষিন ও উত্তর,লক্ষ্মীপুর সদর,দত্তপাড়া,রামগঞ্জ,হাজিমারা ও রায়পুর থানাও উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবাগত ওসি মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি রায়পুরকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবেন।
৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১
১০:১৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১
২:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১