• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:১০
  • আর্কাইভ

রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আটক

৬:২৫ অপরাহ্ণ, ফেব্রু ০৩, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওই কর্মকর্তার ভাড়া বাসা লন্ডন ভিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক ও পুলিশ সূত্র জানায়, জেলেদের চাল ও রাস্তার কাজ না করে টাকা আত্মাসাৎ করার ঘটনায় ২০১১ সালের ১৯ জুলাই ও পরের বছরের ২৭ মার্চ রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়।

রাঙ্গামাটি জেলা সিনিয়র বিশেষ জজ আদালতে দায়ের করা এসব মামলায় তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে দুদক। ঘটনার সময় অভিযান চালিয়ে থানা পুলিশের সহায়তায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার অফিসার ইনসার্জ (ওসি) আজিজুর রহমান এবং দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com