• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:২১
  • আর্কাইভ

রায়পুরে যুবককে পিটিয়ে হত্যায় জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

৪:০৩ অপরাহ্ণ, সেপ্টে ০৪, ২০১৯

প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের টাকা তোলা নিয়ে সৈয়দ আহম্মদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার ২৫ দিনেও আসামিরা গ্রেফতার হয়নি। উল্টো আসামী কর্তৃক নিহতের পরিবারকে হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে।

আসামিরা হলেন, আবদুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক, মো. বাহার। নিহত যুবক রায়পুর পৌর শহরের শিবপুরের শামসুল হকের ছেলে।

নিহতের মা রানী বেগম বলেন, ‘আসামীদের পরিবারের লোকজন আমাদের ওপর নজর রেখেছে। বাড়ী থেকে বের হলেই মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি।’

রানী বেগম আরো বলেন, বাড়ির সামনে নতুন মসজিদ নির্মাণের টাকা তোলা নিয়ে  ৬ আগস্ট রাতে জাহেদ ও খালেক আমার ছেলেকে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, ‘মামলার চার আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নেয়া হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com