১:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২১
প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে মো. মুন্না নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনা মাদরাসার সুপার মাওলানা মো. মুজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ। মুন্না কেরোয়া গ্রামের সৌদি প্রবাসী কামাল হোসেন ও মমতাজ বেগম দম্পতির ছেলে।
বুধবার (৭ মার্চ) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেরোয়া গ্রামের আফিয়া-হারুন নুরানী হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
মুন্নার মা মমতাজ বেগম বলেন, ‘করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছেলেকে ওই মাদরাসায় কোরআন শেখার জন্য ভর্তি করি। দুপুরে মাদরাসায় খাওয়া-দাওয়ার পর বমি করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে সে। ওই অবস্থায় মুন্নাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রায়পুর সরকারি হাসপাতালের ডা. সিরাজুম মুনিরা জানান, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, ঘটনার কারণ জানা যায়নি। জিজ্ঞাবাদের জন্য মাদরাসার সুপার মো. মুজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে।