২:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রু ১২, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি ও জামায়াতের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার রাতে থানার এসআই মো: মোতাহের হোসেন বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এছাড়া গত তিন দিনে পুলিশ উপজেলার চরপাতা ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মো: আমিন, পৌর যুবদলের সহ-সভাপতি ফিরোজ আলম, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক নুর আলম (সুমন), পৌর কৃষক দলের আহ্বায়ক সানা উল্লাহ, পৌরসভা ১নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক মিছির হাজারী, দক্ষিন চরবংশী ইউপির স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো: জাকির হোসেন, কেরোয়া ইউপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: মিজান, কেরোয়া ইউপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বকুল, চরবংশী ইউপির ৬নং ওয়ার্ড বিএনপির সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: দাদন, সোনাপুর ইউপির ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম সহ ১০ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে ।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা বাতিলের দাবিতে নেতা কর্মীরা শান্তিপূর্ন বিক্ষোভ করছিল। পুলিশ এসে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। আওয়ামীলীগের পরামর্শে থানা পুলিশ বাদী হয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এই পর্যন্ত পুলিশ ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করে বলে জানান তিনি। এছাড়া গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা পরিবার ও বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান হোসেন বলেন, বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা রাস্তায় মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।