৭:০০ অপরাহ্ণ, এপ্রি ২৪, ২০২০
প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে মুন্নি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে বজ্রপাতে রামগঞ্জে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের চরআবাবিল গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে কান্নার রোল চলছে।
মৃত মুন্নি একই এলাকার ব্যবসায়ী মনির হোসেন গাজির মেয়ে ও রচিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী।
স্থানীয়রা জানায়, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে মুন্নি বসতঘরের দিকে যাচ্ছিল৷ এসময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাহারুল আলম বলেন, হাসপাতাল আনার আগেই কিশোরীর মৃত্যু হয়েছে।
এদিকে, রামগঞ্জ উপজেলার রসুলপুর মাঠে ধান কাটার সময় শুক্রবার বেলা ৩টার দিকে বজ্রপাতে কৃষক দুলা মিয়া নিহত হয়। নিহত দুলা মিয়া রসুলপুর গ্রামের মৃত বজল হকের পুত্র।