১২:৩৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে গত একদিনে যে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা সকলে আক্রান্ত একটি শিশুর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। ১১ বছরের ওই শিশু উপজেলার প্রথম আক্রান্ত রোগী। রাখালিয়া গ্রামে তার বাড়ি।
নতুন ১২ জনসহ উপজেলাতে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ জন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, চট্টগ্রাম বিআইটিআইডি থেকে পাঠানো রিপোর্টে ওই ১২ জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তরা ওই শিশুর আত্মীয়স্বজন ও আশপাশের বাসিন্দা।
তিনি জানান, কয়েকদিন ধরে ওই শিশু জ্বর ও সর্দিতে ভুগছিল। পরে পৌর শহরের সেবা হাসপাতাল থেকে তার চিকিৎসা নেয়া হয়। এরপরও ভালো না হলে ২ মে ওই শিশুর নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়।
৪ মে তার করোনা পজিটিভ আসে। এ ঘটনায় সেবা হাসপাতালসহ ওই পরিবারটি ছাড়াও আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আক্রান্ত শিশুর সংস্পর্শে আসা আত্মীয়স্বজন-চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
১০:৫৬ অপরাহ্ণ, এপ্রি ১৪, ২০২১