১১:১৪ অপরাহ্ণ, আগ ২৩, ২০২২
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় একটি পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাধার সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুরের মালিক মোবারক হোসেনকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনজন দাশ।
দণ্ডপ্রাপ্ত মোবারক পৌরসভার দেনায়েতপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইউএনও অনজন দাশ বলেন, রায়পুর পৌরসভা সংলগ্ন বৃহদাকার একটি পুকুরভরাট কার্যক্রম বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (১) ধারায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। পুকুরে ভরাটকৃত বালি অনতিবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়েছে।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩