৭:৫৮ অপরাহ্ণ, আগ ২৭, ২০১৯
প্রবাহ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৭) ও মীম আক্তার (৯) নামে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার রায়পুর উপজেলার চরবংশী গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মীম আক্তার একই গ্রামের মো. মিজানের মেয়ে। তারা দেনায়েতপুর হালিমা মাদ্রাসার ছাত্রী ও খেলার সাথি ছিল। দুইজনের বাবা পেশায় রিকশা চালক। তারা পরিবার নিয়ে পৌর শহরের মঞ্জু মিয়াজির বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত শিশু দুটির স্বজনেরা জানান, সুমাইয়া ও মিম আক্তার বিকেল থেকেই হালিমা মাদ্রাসার পাশের খোলা স্থানে প্রতিবেশী আরও কয়েকটি শিশুর সাথে খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য মাদ্রাসার পাশের ডোবায় যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। ডোবার তীরে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়।
পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার বলেন, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা তাদের লাশ বাড়িতে নিয়ে আসেন।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু নিছক দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে।