৮:১৬ অপরাহ্ণ, ফেব্রু ০৩, ২০২১
নুরউদ্দিন জাবেদ, রায়পুর : আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাকি বিল্লাহর উদ্যোগে সরকার মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী বিষয়ে সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে বক্তব্য রাখেন। এসময় রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক বাক্কি বিল্লাহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতার্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সকলকে নির্বাচনী প্রচার প্রচারনা সহ সকল কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর পৌরসভার বর্তমান মেয়র ইসমাইল হোসেন খোকন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়জীদ ভূইয়াসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।