৬:৪৭ অপরাহ্ণ, জুলা ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, চার রাউন্ড গুলি ও চারটি লম্বা চাকু উদ্ধার করা হয়।
তাদেরকে বুধবার (৩১ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ছলিম উল্যার ছেলে মো. বাহার, একই এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সুমন ও বামনী ইউনিয়নের সাইছা গ্রামের নুরুল আমিনের ছেলে রুবেল।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) গভীর রাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের একটি সুপারি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওইস্থানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩