৫:১১ পূর্বাহ্ণ, অক্টো ২৯, ২০১৭
নিজস্ব প্রতিনিধি :‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে।
রামগতি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৯ অক্টোবর) র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
সকালে আলেকজান্ডার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বেগম মনিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অজিত দেব ।
বিশেষ অতিথি ছিলেন,আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন রামগতি উপজেলা সমন্বয়কারী( ডরপ্ ) গুলশান সুলতানা, আবুল কালাম আজাদ ও ইউনিয়ন ফ্যাসিলিটেটর ডরপ্ এর আকলিমা আক্তারসহ অত্র প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে প্রায় ৬শত শিক্ষার্থীকে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়।