• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩০
  • আর্কাইভ

রামগতি-কমলনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন আ. লীগের নেতারা

৭:২৬ অপরাহ্ণ, এপ্রি ২০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগে সহস্রাধিক নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীমের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে আলেকজান্ডার বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের হাতে উপহারগুলো তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মীর্জা শামীম, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ ও রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলার সাংগঠনিক সম্পাদক হাজী আফতাব হোসেন।

আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ নেতা শামীম। রামগতি-কমলনগর নদী ভাঙন কবলিত এলাকার মানুষজন সবসময় অবহেলিত। এখানকার নেতাকর্মীরা নিঃস্বার্থে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, আগামি সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর-৪) আসনে আওয়ামী লীগ প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রমাণ করতে হবে রামগতি-কমলনগর উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি

এর আগে বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে যুবলীগের নেতাদের হাতে তিনি ঈদের উপহার তুলে দেন।
কমলনগরে ঈদ উপহার বিরতণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহছান উল্যা হিরন প্রমুখ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com