১১:১৯ পূর্বাহ্ণ, এপ্রি ০৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান মো. তাহিদুল ইসলাম সোহেল। তিনি চর আলগী ইউনিয়নের হাজী মোহাম্মদ উল্ল্যাহ মিয়া বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। রাজনৈতিক নেতার পাশাপাশি এলাকায় সমাজসেবক হিসেবে পরিচিত তিনি।
ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির মাঠে রয়েছেন সোহেল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউপি নির্বাচনে তিনি নৌকার একজন কর্মী হিসেবে কাজ করে গেছেন। এছাড়া বিরোধী দলের বিভিন্ন আন্দোলন সংগ্রাহ প্রতিহতসহ দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন এ ছাত্র নেতা।
তাহিদুল ইসলাম সোহেল চর আলগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মীবান্ধব এ নেতা একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। সর্বশেষ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন সোহেল।
শিক্ষাজীবনে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বি.এস.এস (অনার্স) পাশ করেন। একই কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে এম.এস.এস পাশ করেন। বর্তমানে তিনি এলএলবি ১ম পর্বের শিক্ষার্থী।
সোহেল বলেন, ছাত্রজীবন থেকে আমার রাজনীতি শুরু। যখন যে দায়িত্ব পেয়েছি, সততা এবং নিরলস ভাবে পালন করেছি। লেখাপড়ার পাশাপাশি সবসময় রাজনীতির মাঠে ছিলাম। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আশাকরি দল আমার রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩