২:৪৯ অপরাহ্ণ, জুলা ১৭, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে রামগতি-সোনাপুর সড়কের বড়খেরী এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।
নিহত আলতাফ রামগতি উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৯:৩২ অপরাহ্ণ, জানু ১৮, ২০২১
৯:২০ অপরাহ্ণ, জানু ১১, ২০২১