২:৫৫ অপরাহ্ণ, জানু ০৪, ২০১৮
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ইউপি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ কমান্ডারকে ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় ৪ র্যাব সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যায় রামগতি উপজেলার চরগাজীতে এ ঘটনা ঘটে। এসময় র্যাবের দুটি মটর সাইকেলও ভাংচুর করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত র্যাব সদস্যরা হলেন, সাখাওয়াত, শাহীন, মফিজুল ইসলাম, শহীদ। আহত র্যাব সদস্যদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, সাদা পোশাকে ৪ জন লোক ইউপি সদস্য ফরিদের বাড়ীতে গিয়ে তার হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে আসছিলেন। এসময় তার মেয়ের চিৎকারে আশে পাশের লোকজন এসে তাদেরকে আটক করে মারধর করে। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল ভাংচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
র্যাব ১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা জানান, র্যাবের গোয়েন্দা শাখার একটি টিম তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, ‘আপনারা যেভাবে শুনেছেন, আমিও সেভাবে শুনেছি, ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩