• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:১৬
  • আর্কাইভ

রামগতিতে সনাতন ধর্ম সভা

৬:০২ অপরাহ্ণ, ডিসে ১৫, ২০১৭

মিসু সাহা নিক্কন, লক্ষ্মীপুর : আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম”ত সংঘ (ইসকন) এর উদ্যোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হরে কৃষ্ণ নাম হট্র সংঘের আয়োজনে সনাতন ধর্ম সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম প্রাঙ্গণে ওই মহতী সনাতন ধর্ম সভার আয়োজন করা হয়। এরআগে বিকালে বিভিন্ন স্থান থেকে আগত ইসকন ভক্তব”ন্দের উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নগর সংকীর্ত্তন করেন।

উক্ত সভায় সুমন সাহার (ব্যাংকার) সঞ্চালনায় সনাতন ধর্ম সভার মূল আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কীর্তনীয়া ও বাংলাদেশ ইসকনের প্রাক্তন সভাপতি শ্রীমৎ কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী।

এ সনাতন ধর্ম সভায় আরো উপস্থিত ছিলেন, শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ বাবাজী, ৯নং চরগাজী ইউ.পি চেয়ারম্যান মো: তাওহীদুল ইসলাম সুমন, সহ প্রমুখ।

মহতী সনাতন ধর্ম সভার ভাগবতীয় আলোচনা শেষে বাউল সঙ্গীত পরিবেশন করা হয়। সর্বশেষে রাত ১২টায় প্রসাদ বিতরনের মাধ্যমে উক্ত সনাতন ধর্ম সভার সমাপ্তি ঘটে।

উল্লেখ্য: আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম”ত সংঘ (ইসকন) প্রতিষ্ঠাতা আচার্য্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শীল অভয়চরানারবিন্দ ভক্তিবেদান্ত শীল প্রভুপাদ। শীল প্রভুপাদ ১৮৯৬ সালে কলকাতায় সম্ভ্রান্ত বনিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিঁনি ১৯৬৫ সালে আমেরিকায় গমন করেন এবং ১৯৬৬ সালে ইস্কন প্রতিষ্ঠা করেন। ধর্মগ্রন্থ সূত্রে জানা যায়, শীল প্রভুপাদ সারা প”থিবী ১৪ বার পরিভ্রমন করেন এবং ১০৮ টিরও বেশী মন্দির প্রতিষ্ঠা করেন। যা বর্তমান বিশ্বে সনাতন ধর্মের কৃষ্ণভক্তি প্রচার করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com