• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:৩৭
  • আর্কাইভ

রামগতিতে শিশু ধর্ষণের দায়ে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

৫:০৭ অপরাহ্ণ, নভে ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।

বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌশুলী (এপিপি) অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় বেলাল ওই শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানী বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com