১২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রি ১৫, ২০১৮
রামগতি প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণিল আয়োজনে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে বাঙ্গালীর প্রাণের উৎসব বর্ষবরণ উৎসব -১৪২৫ বঙ্গাব্দ।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ এর প্রথম প্রহরে সকাল ৭.৩০ মিনিটে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। গ্রামীণ পালকী, জেলে, নববধূ , গরুর গাড়ী সহ নানান ধরনের উপকরন শোভিত আকর্ষনীয় মনোমুগ্ধকর শোভাযাত্রাটি শহরের গ্ররুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে এসে মিলিত হয়। এ সময় প্রধান অতিথি পান্তা উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, আহমদিয়া কলেজের অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরী, থানা অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক সহ কয়েক হাজার নানান শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩