৮:০৭ অপরাহ্ণ, মে ০৩, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে আলতাফ হোসেন(৩৬)নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ মে) বিকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের ভুঁইয়ার হাট এলাকার একটি সয়াবিন ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন বড়খেরী ইউনিয়নের রগুনাথপুর এলাকায় এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানায় কৃষিশ্রমিক আলতাফ বিকালে ক্ষেত থেকে সয়াবিন তুলছিলেন, এসময় হটাৎ বৃষ্টিতে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।